১.
ছাড়াছাড়ি হয়েছে আজ প্রেমিকার সাথে
নিঃসঙ্গ আমি, বন্ধু-বান্ধবহীন একা
যে ব্যক্তি রাতের অন্ধকারে ঘুমাতো না,
সেই আজ জগতখ্যাত দুঃখী সার সংক্ষেপ।
২.
রাতে আমাকে রেখো বাহুবন্ধনে আবদ্ধ করে
ভোর সকালে যুবকের বেশে তোমার পাশে
নিজেকে যেন পাই খোঁজে।
৩.
সব হৃদয় ভেঙ্গে গেছে আজ
যেভাবেই আসুক, আগন্তুক বন্ধু  নয় তার
আগন্তুকে ভাঙলে হৃদয় আক্ষেপ থাকে না মনে,
তাই বলে কি হৃদয় ভাঙবে কোন এক আপনে?
৪.
হৃদয় আমার যদিও বিচ্ছেদ বেদনায় করে ভর
মিশ্রিত বেদনা আমাকে অসুখী করে তোলবেই।
তোমার কথা প্রতিরাতে ভাবি ও বলি খোদার আরশে
যদি কখনো বিচ্ছেদের মিলন হয় ঐখানে।
৫.
নতুন দুঃখের কষ্ট দেখি আমি প্রতিরাতে
ঘুমের বদলতে অশ্রুও দেখি আমার দৃষ্টিতে

যখন আমি ঘুমাতে যাই তখন স্বপ্নে আঁকি তোমার আত্মপ্রেমের কাহিনী
আমার একটি স্বপ্ন ছিল
যেন তোমার চুলে খোপা বাঁধি।
৬.
করেছিলাম কসম পড়বো না আর কখনোই প্রেমে
কি করব? আবারো যে মায়ায় গেছি জড়িয়ে  
ভোরের হাওয়ায় থামিয়ে দিবে আমার প্রথম প্রহরে দীর্ঘশ্বাস
তখনই ছাড়ব আমি এক রাতেই তোমার গলিতে দীর্ঘশ্বাস।