মাগো তোমার কোলে মাথা রেখে
ঘুমিয়েছি কতশত বার
হাসিতাম তোমার কোলে বসে, হাসতে তুমিও
মা তুমি নিরব কেন?
কাঁদই বা কেন আজ।
তোমার বারং শোনিনী বলে
কষ্টগুলো বুকের ভেতর করে হৈ-চৈ
সময় থাকিতে মা’গো করিনি কর্তব্য পালন তোমার
শত দোষে মা’গো করিতে আমায় শাসন,
সময় বুঝি পুরিয়ে গেছে আমার
ক্ষমা চাওয়ার সুযোগও নেই
ক্ষমা করো মা’গো, ক্ষমা করো আমায়।
লেখা শুরু: ২০ জানুয়ারী, ২০১৩ইং।
স্থান : গুলশান-০১, নিকেতন, ঢাকার অফিস।
প্রকাশের স্থান: সানি কম্পিউটার, শাহেনশাহ মার্কেট,
চকবাজার, চট্টগ্রাম।
তারিখ: ১৩ জুন, ২০২৪ইং।