ক. আমার চর্তুরপাশে যখন তোমার বিচরণ
মাঝখানে পরিবারের দ্বন্দ্ব দেয়াল খাড়া,
সে এক বিশাল ভালোবাসার আলোড়ন
এই কারণেই বুঝি তোমার সাথে
আমার অদৃশ্য দ্বন্দ্ব।
খ. আমি যখন ভালোবাসতে শুরু করলাম
তোমার ভালোবাসার দরজা ছিল বন্ধ
এরপরও তোমার ভালোবাসার দরজায়
কড়া নাড়লাম।
গ. সেদিন তুমি রেখেছিলে খোলা
ভালোবাসার সীমান্ত প্রাচীর
মানবতার ভিসাও ছিল উন্মুক্ত
গিয়েছিলাম তোমার মাঝেই হারিয়ে।
সেদিন মামলাটি রাজনৈতিক ছিল না
ঘর ছাড়া হয়েছি একজন প্রেমিক হিসেবেই।
ঘ. ওরা ধোলাই করে দিত সেদিন
দিত সেলাই করে আমার জিহ্বা ও ঠোঁট,
আসলে সীমানার বাইরে ভালোবাসা মানেই
কতাবার্তা ছাড়াই ঘর-ছাড়া প্রতীক।
ঙ. তোমার কর্কষ কতাবার্তাগুলি
ভুলে ভরা ঘেরাও হয়েছিল আমার সকল কল্পনা
স্বপ্নের দিকটা ছিল আমাদের ভাগাভাগির খেলা;
স্বপ্নগুলোর অবস্থান ছিল একান্ত কাছাকাছির
সামান্যতম দূরত্বের ব্যবধান।
চ. বুঝতে আমার কষ্ট হয়েছিল সেদিন
আসলে অনেক আগেই ছুঁড়ে ফেলেছিলে আমায়
ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন নীড় থেকেই।
ছ. জন্মের সময়ই আমি কেঁদেছিলাম
বেঁচে থাকার জন্য করেছি চিৎকার
করেছি কতই না কাকুতি-মিনতি
আশা করি পৃথিবী ছেড়ে যাওয়ার মুহুর্তে
থাকে যেন মোনালিসার হাঁসি।
জ. যখন আমি ভালবাসার গন্ধ অনুভব করি
তখন কোন ভন্ড প্রেমিকই পারে না
আমার সাথে প্রতিযোগীতায় নড়তে।
যদি পার ঘাতকের মত নিষ্টুর হয়ে
খন্ড খন্ড করে দেহটাকে আমার পাঠিয়ে দিও
কোন এক গহীন অরণ্যে,
পরবর্তীতে আমার দেহের ওপর দিয়ে
চালিয়ে দিও যন্ত্রণার স্ট্রীম রোলার
এরপর একটি নাম দিও
আমার উজ্জতের মানহানি করো
তখন দেখবে আমিই হব
মোটা অংকে বিক্রি হওয়া মানুষ নামের পণ্য।
ঝ. কাল-বৈশাখী ঝড়ে যদি দ্বিখন্ডিত হয় জনপদ
তখন আমার ব্যাথা ভরা হৃদয়েও আঘাত হানে।
ঞ. এই সৃষ্টি জগত বরাবর আমার হৃদয় হলো
একটি পালতোলা ডিঙ্গি
এর মাঝামাঝি টিক মাঝ বরাবর বেসুরা সঙ্গীত
আমার বেদনার রং হয়ে দাড়াই।
ট. ওগো পৃথিবী তুমি কষ্টে আছ
তোমার ভুলেভরা সঙ্গীতের কারণেই
সমস্ত বিকল্প রয়েছে ভালেবাসার টেবিলেই
আঁকতে পারো আমায় ভেবে
একটি অসুস্থ ভালোবাসা বিহীন
কষ্ট নামের হৃদয় নকশা;
দেখাতে পারো তোমার পাশের অনুপস্থিতিতে
আমার আর আমার জিহ্বার
একই রকমের অদৃশ্য ব্যাসার্ধ।
ঠ. আমি একজন সুখি নগ্ন প্রেমিক
ভালবাসার পাগল হৃদপিন্ড।
আমি একজন ১০০% কার্বোরাইজডযুক্ত
নিরাপদ দিয়াশলাই
আমি যদি রেগে যাই
তাহলে বারুদগুলো তোমার নষ্ট হৃদয়টাকে
জ্বালিয়ে দিতে পারে।
আর আমি যদি তাদের বন্ধ না করি
সেই বারুদগুলো আমার হৃদয়ে আঘাত হানতে পারে।
ড. আমি এই স্বার্থময় পৃথিবী ত্যাগ করলেই
সকল বারুদগুলিই তোমাকে কষ্ট দিতে পারে,
যখন আমি বিষ্ফোরিত হবো
তখন তুমিও আমার সাথে বিষ্ফোরিত হবে
তখনই ভন্ড প্রেমিকেরা মনে করবে
আমরা দু’টি অবুঝ হৃদয়
যুদ্ধে লিপ্ত হয়ে মারা যাব।
আমি হাঁটতে শুরু করলে
বুলেটগুলোর ঠুসঠাস শব্দে
আমার ফুসফুসের চারপাশে আঘাত হানবে।
ঢ. তোমার হরিণী চোখ দু’টি আমার কাছে
জ্যামিতির চাঁদার মতন লাগে
যেন ঠোঁট ছাড়া মুখের মতন।
তোমার হরিণী নয়ন দু’টি জলে ভাসে
আমারই কষ্টের তুলিতে।
তোমার মাথার কেশগুলি
সেই মুখের ওপর আলতোভাবে পড়ে
বাতাসের হালকা ঝড়ো হাওয়ায় যেমনটি হয়,
সাথে সাথেই উধাও হয়ে যায়
তোমার সেই মায়াবী চেহারাখানিও;
পরবর্তীতে গাংচিল কোন এক প্রেমের ক্যানভাসে
বিক্রি হবে চড়াদামে সেইরূপ
সেটা অবশ্য ক্ষণিকের ঝলকানি।