তোমার বিতৃষ্ণার অগ্মি জ্বালিয়ে দুঃখ দিতে ফিরে এসো
ফিরে এসো আবারও আমাকে ছেড়ে যেতে,
অন্তত আমার আঘাতপ্রাপ্ত ভালবাসার কিছুটা মর্যাদা রেখো,
তবে হঠাৎ করেই কোন একদিন আমাকে মানিয়ে নিতে
ফিরে এসো।
তুমিই বল আর কতজন শুনবে আমাদের বিচ্ছেদের কথা!

তুমি আমার প্রতি ক্ষোব্ধ
তবুও ফিরে এসো আমার কাছে
বন্ধ করতে এই জগতের নানা কথা।

ওগো আমার অশান্তির প্রিয়তমা
আমাকে কাঁদাতে হলেও ফিরে এসো,
তুমি ফিরবে বলে বসে আছি পথ চেয়ে, বুক বেঁধে
তুমি ফিরে এসো।

একবার হলেও আমার ভেঙ্গে যাওয়া
মনটাকে জাগ্রত করতে এসো।

বিবেকহীন ছিলে না তুমি
তবুও রটে গিয়েছিল বদনাম।
অনেকেই চাইত তোমাকে,
কয় জনার মন রাখতে পারতে তুমি?

দৃষ্টি থেকে দূরে সরে যেয় না
তাহলে মন থেকে মুছে যাবে চিরতরে।

সময় কী আর হবে কখনো,
যেভাবে কেটে যাচ্ছে দিন, সেভাবেই তো কাটবে।

আমার ধৈর্য্য কী পরীক্ষা করতে পেরেছ?
আমাকে জড়িয়ে ধরেই তো কেঁদেছ
বল আর কার জন্যে কাঁদবে?

মানুষ পাথর প্রতিমার পুজো করে নিষ্পাপ থেকে যায়
এদিকে তোমাকে ভালবেসে কাছে চাইতেই
পাপী হয়ে গেছি আমি।

প্রেমের অনেক নেশা ছিলো আমার
হৃদয় ভেঙ্গে যাওয়ায় নেশার সঙ্গেই প্রেম হয়ে গেছে।

লেখা শুর : ২৩/০৫/২০২৪
সময় : বিকেল ৫ টা।
স্থান : সানি কম্পিউটার,
শাহেন শাহ মার্কেট, চকবাজার, চট্টগ্রাম।