বাজলো আলোর রেনু আকাশে
মাতলো ভূবন বাতাসে।
আজ শরৎ এর সুর শুনে
কোকিলও ডেকে ওঠে গুঞ্জনে
ফুটে কাঁশ ফুল বাঁকে বাঁকে
ডাকে কুহু কুহু ঐ কুঞ্জনে।
তোমায় নিয়ে ভাবছি আমি
শরৎ এর ঐ সুখের আলিঙ্গনে।
তোমায় নিয়ে ভাসাবো ভেলা
শরৎ এর বিকেল বেলা।
শরৎ এর বাগানে আজ ফুটিল শিউলি ফুল
রঙ্গিন ফুলেও ছেয়ে গেছে বাগানটা
আমার মনের বাগানেও কতো ফুল দিয়েছে দোদুল;
ফুলের সুভাস চারপাশ ছড়িয়ে
বাজলো বাঁশি শরৎ এলো গুঞ্জনে।
শরৎ এলো মাঠ-ঘাট ভরলো কাশ ফুলেরই বনে
নদির ঘাটেও যেন বসলো মেলা শত রংয়ের সাজে।
আজ শরৎ এর এই দিনে
মাতলো বিনা, বাজলো বাঁশি কানে কানে,
সকল কাজের ফাঁকটি ছেড়ে এলো সবাই ছুটে
মাতলো সবাই সুরের টানে, আজি এই শরৎকালে;
মুগ্ধ হল আজ মনটারে
ভরেছে বাগানটি শিউলিতে
তাই আজ ছন্দে ছন্দে নাচরে সবাই নাচরে।
লেখা শুরু : ২১/১০/২০১৩ইং
প্রকাশের স্থান : সানি কম্পিউটার,
শাহেনশাহ মার্কেট, চকবাজার, চট্টগ্রাম।