মৃত্যু তুমি অহংকারী হইও না
যদিও অনেকে তোমাকে বলে
তুমি চিরস্থায়ী এবং কুৎসিত, হয়তো তুমি তাও নও
যাদেরকে তুমি পরাভুত করেছ বলে ভেবে নিয়েছ,
তারা দরিদ্র মৃত্যুর, আমাকেও তুমি মারতে পারো না।
বিশ্রামে, ঘুমে স্বপ্নে আঁকি তোমার ছবি
বিশ্রামে কত সুখ, তোমার মাজে লুকিয়ে আছে সেই সুখ,
আমাদের গরিষ্ট বংশাবলিও তোমার পথে গিয়েছে
দেহ ফেলে আত্মারামের অব্যাহতি দিয়ে।
তুমি অবশ্যম্ভাবী নিয়তি, তুমি গোলামী কর সুযোগের
নেতাদের এবং ভীতিকর সব মানুষের,
তুবি বিদ্বেষপূণ চাক্য
সংগ্রাম এবং সংক্রামক পূর্ণাঙ্গ মৃত্যু খোঁজ
এভাবেই বিভিন্ন ঔষধও আমাদের নিন্দ্রায় মগ্ন রাখে।
সে ঘুম তোমার চেয়েও চক্র
তাহলে তোমার কিসের এত অহংকার, এত বড়াই
একটি ছোট্ট নিন্দ্রা কেটে গেলে চিরতরে সক্রিয় হয়ে উঠবে,
শেষ বলে কিছুই থাকবে না, মৃত্যু তুমিই বরং প্রাণ হারাবে।
লেখা শুরু : জানুয়ারী ২০২৩ ইং।
স্থান: শেখ রাসেল এ্যাভিয়ারী এন্ড ইকো পার্ক,
চন্দ্রঘোনা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
প্রকাশের স্থান : সানি কম্পিউটার, শাহেন শহ মার্কেট, চকবাজার, চট্টগ্রাম।