যেখানেই যাও, যত দূরেই যাও
ঠিকানা যেও রেখে,
আমি অতৃপ্ত বাসনা নিয়ে
থাকব তোমার পথ চেয়ে
তুমি আসবে কবে?

তোমার কোন ক্ষতি হোক
সেটা যে আমি চাই না।

যেখানে যাও, যত দূরে যাও
ঠিকানা কিন্তু যেও রেখে,

সেদিন তোমায় প্রথম দেখেছি
নতুন এক অজানা থেকে।

মিষ্টি কথার মাধুরী ছড়ায়ে মুক্ত নিলভি আকাশে উড়িয়ে
হঠাৎ করেই সেদিন বুঝি, তোমায় লেগেছিল ভালো
ভালোবাসার দ্বীপ জ্বালিয়েই বুঝি।

নিলিমার ঐ নিল আকাশের এক কোনে
জন্ম নিলো নতুন একটি সূর্যের
যেন নতুন এক ভালোবাসার সৃষ্টি।

হয়তো আবার সন্ধ্যা হবে
ডুবে যাবে হঠাৎ করে সূর্যটিও।

এই অবুজ মনের একটি চাওয়া
সেই চাওয়াতেই যেন পাই তোমার খোঁজ।

যেখানেই যাও, যাও যতদূরে
তবে হাড়িয়ে যেওনা যেন আমার জীবন থেকে।

বৃত্ত হিন, বাধা হিন সুপ্ত বাসনা নিয়ে
তোমারী আশায় থাকবো আমি পথ চেয়ে,
তুমি এসে কখন যে দু’হাত বাড়িয়ে দিবে
আছি আমি সেই আশাতে।