সেদিন তোমায় প্রথম দেখি অজানা এক ভয় হতে,
মনে হয়েছিলো লাগবে না আমায় ভাল
তোমার দুটি নয়নে।

ভেবে ছিলাম দূর হতে তোমায় দেখে আবার ফিরবো  
কেন জানি তোমায় লাগলো ভাল
কোন এক অজানা হতে।

তোমায় দেখার পর মনে ভাবলাম তুমি কি সেই?
তোমার সামনেই আছি, কথা বলছি
বিশ্বাস হচ্ছে না আসলে তুমি কি সেই?

তোমার সাথে বসে থাকলাম কত সময় ধরে
কতই না কথা বলছিলাম তোমার সাথে সেই সময়
আমায় তোমার লাগলো ভালো,
ভালোবাসারা ডানা মেললো
আমার হাতে হাত রাখলে,
ভালবাসবে কথা দিলে মনে মনে একা।

মনের অজান্তেই ভুলেছিলাম আমি কে?
কি আমার পরিচয়?

দুহাত বাড়িয়ে দিলাম তোমার প্রতি সজোরে  
একটি ওয়াদা আমি করলাম নিজের সাথে
আজ হতে ভালোবাসবো তোমায় নিষ্টার সাথে।

আমার জীবনের হারিয়ে যাওয়া কথাগুলো
শেয়ার করবো তার সাথে।

এমনি ভাবেই কেটে গেল মনের অজান্তে সারাটি বেলা
দিনের শেষে বিকেল ঘনিয়ে এলো
শেষ হলো স্বপ্ন দেখার মেলা।

অবশেষে বিদায় নিলাম দুজন দুজনা হতে
একটু দেখা একটু কথার অবসান হলো অবশেষে;
এমনিভাবেই লিখা হলো হৃদয়ের পাতাতে।

সন্ধ্যা হলেই নিড়ের পাখি ফিরলো নিড়েতে
পরবর্তীতে কথা দিলাম দুজন দুজনাতে।

ভালোবাসা থাকবে আমাদের মাজে
শেষ হবে না শত ঝড়ও বাতাসে
হাজার বিপদে-আপদে ভাঙ্গবেনা সম্পর্কটাও।

এক হয়ে রবো আমরা দুজন হাজারো বাধার মুখে
শত বিপদের মুখে থাকবো মোরা এক সাথে
সরে যাব না কেউ কখনো কারো জীবন থেকে।

আগলে রেখ আমায় বন্ধু তোমারই মায়ার ভুবনে
একটু জায়গা দিয়ো ওগো তোমার পাশে।

যদি কখনো কোন ভুল করে ফেলি
ক্ষমা করে দিয়ো আমায় তুমি।

ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি
সত্যি সত্যি সত্যি, বলছি তিন সত্যি
বলছি আবারো তোমাকে অনেক ভালবাসি।

লেখা শুরু : ২৮ নভেম্বর ২০১৫ইং।
প্রকাশের স্থান : সানি কম্পিউটার, শাহেনশাহ মার্কেট,
                   চকবাজার, চট্টগ্রাম।