আসে মনে শোকের জোয়ার
বিজয়ের মাস এলে,
মায়ের জন্য জীবন দিলো
কত দামাল ছেলে।
অন্যের অধীন ছিলাম মোরা
বিজয় আসার আগে,
দানবের কথা হলে মনে
অনেক বিদ্বেষ জাগে।
ছিল না তখন সুখ শান্তি
লাল সবুজের দেশে,
ঘুরত শুধু দানবেরা
জন মানব বেশে।
কেড়ে নিতে মায়ের ভাষা
ছুড়েছিল গুলি,
গুলিতেও পাড়ে নি আর
কাড়তে মোদের বুলি।
গর্ব সবার লাখো শহীদ
ভুলবো না ভাই কভু,
তাঁদের যেন সুখে রাখেন
মোদের মহান প্রভু।