সাগর বক্ষে আমি,
উড়িয়া যাওয়া বকের
খসিয়া পরা পাখ ।
উড়িয়াছি দেশে দেশে,
সাইবেরিয়া, আফ্রিকা,
এশিয়া, নদীমাতা বাংলার
নীল আকাশের কোলে,
কখনও গিয়াছি মিলিয়া ।
দুলিতেছি ঢেউয়ের দোলায়
অথৈ পাথারে প্রবল স্রোতের
টানে, কোথায় চলিয়াছি,
কোথায় সীমানা কে জানে।
আবার কখনও ঘুর্নিপাকে,
কোথায় ডুবিয়া উঠিয়াছি
ভাসিয়া পূণঃ
এমনি করিয়া চলিয়াছি ভাসিয়া,
খাবি খাওয়া মাছে,
যেমনি বাঁচিতে চাহে ।
যেমনি মা হারা শিশু,
তাকায় এমুখে সেমুখে,
খুঁজিয়া লইতে মায়েরে,
লুটাইয়া পরিতে মায়ের
সুধাভরা বুকে,
সকল সংশয় নাশিতে ।
যেমন করিয়া জলভরা মেঘ,
প্রবল ঝড়ের দাপটে,
চলিছে ছুটিয়া শত মাইল বেগে,
কাহারে খুঁজিছে, লভিতে শরণ
হিমালয় বুকে পশিতে ।।