ঐযে, লাল লাল ইটের গড়া
বৃহৎ আট্টালিকা,
বালু-মাটির আস্তরণ,
অতপর, সাদা চুনের প্রলেপ,
ওরাই নীরব স্বাক্ষী ।
ঐযে ফ্যাকাশে ভুখারী
সকাল-সন্ধ্যা ইটের ভাটায়
কঠিন মাটিরে মাখিয়া ,
রক্ত-ঝরা ঘামে,
পোড়াইয়া রাতভর প্রজ্জ্বলিত আগুনে,
বানাইছে লাল লাল ইট ,
প্রলেপের আড়ালে, ওদের
তাজা রক্ত, শত বছরের
স্বাক্ষী হয়ে রইলো ।
ঐযে কালো হাত শ্রমিকের ,
যোগাইছে মুনাফা মালিকের,
দেনা পাওনার হিসাব শুন্য ।
ঐযে পিঠে-পেট লাগা কিষানেরা,
শক্তহাতে, লাঙ্গল চালায়ে,
রোদে আর বাদলে,
ফলায় অন্ন মহাজনের
আর সন্তানেরা ভুখা।
ওদের সবার বুকের রক্ত
স্বাক্ষী হয়ে রইল,
সাদা প্রলেপের অন্তরালে ।
একদিন কবে রক্তে নাচন
লাগবে, স্বাক্ষীরা
সব জাগবে ।।