হেমন্তকে বিদায় দিয়ে
এলো ঋতু শীত
উত্তুরে হিমেল হাওয়া
গাইছে যেন গীত।
মাঠঘাট দূর্বাঘাস সব
ডেকে গেছে শিশিরে
সবকিছু ঝাপসা লাগে
কুয়াশার চাদরে।
খেজুর গাছে ঝুলছে হাঁড়ি
খেজুর রসে ভরা
পুকুর পাড়ে চাদর মুড়ে
রোদ পোহাচ্ছে কারা?
হরেক রকম বাহার দেখ
নানান পিঠাপুলি
ভাপা কিংবা পাটিসাপটা
চিতই কিংবা দুধপুলি।
কৃষকের ক্ষেত ভরা
রঙ্গে রঙ্গিন সবজিতে
হলুদ ঢেউ খেলে
সরিষার ক্ষেতে।
[২০১৮ সালের কোন এক শীতের দিনে লিখা]