বুনো ফুলের ঘ্রাণ ছড়িয়ে
আঁধার হয়ে আসে,
ধুলো উড়া পথটা বেয়ে
অচিন কায়া হাসে।

এলোমেলো পাথুরে পথে
নিঝুম বনের ডাক,
শত গাছের ফাঁক ফোকরে
কে যেন দেয় হাঁক।

উঁচু ডালে উপুড় হয়ে
ঝুলছে চিলের ডানা,
তীক্ষ্ণ চোখে ঢালু বেয়ে
দিলাম আমি হানা।