বুনোফুল,
বুনো গন্ধে
দুলে ছন্দে,
জীবনানন্দে
শতো ফুল।

ছোট ফুল,
পথের ধারে
দেখি তারে
ডাকে কারে?
সাদা ফুল।