বিজয় এনেছে বীরেরা
দিয়েছেন তাজা প্রাণ
দেশের আকাশ বাতাসে
স্বাধীন মাটির ঘ্রাণ।
নয় মাসের যুদ্ধ শেষে
পেয়েছি স্বাধীনতা
লড়াই শেষে এলো জয়
কতো দুঃখ ব্যাথা।
দেশের তরে রক্ত দিলেন
কতো বীর সেনা,
সুজলা সুফলা দেশের ভূমি
তাদের রক্তে কেনা।
হাজার বছরের বীর জাতি
পড়লো বীরের সাজ,
রক্তে কেনা বিজয় পতাকা
রক্ষা করাই কাজ।