আঁধার করে কালো মেঘে
ঝড় ঘনিয়ে আসে,
বিজলী বাতি ঝকমকিয়ে
হঠাৎ করেই হাসে।

ঝড়ের চোটে খুঁটি নড়ে
বিদ্যুৎ ছুটে সাথে,
আঁধার হয় পুরো শহর
ঝড় বৃষ্টির রাতে।

ঝড়ের বেগে জানলা কাঁপে
ভাঙ্গে ছাতা ঝড়ে,
ফুটপাতের দোকানগুলোর
দুর্বল চালা উড়ে।

ঝড়ের বেগে বাড়ির ছাদে
ভেজা কাপড় উড়ে,
ছাদ থেকে পড়ার আগে
নিয়ে আনি দৌড়ে।