সত্য মিথ্যার দ্বন্দ্ব,
মিথ্যার থাবায় উবে যায় সত্য
সকল দ্বার বন্ধ?
অচেনা পথের পথিক,
মহাকালের পথে একেলা মুসাফির
খোঁজে ঠিক বেঠিক।
সত্যে দীপ্যমান দিবাকর,
হারালো কালো মেঘের আড়ালে
মিথ্যায় ডাকে চরাচর।
মিথ্যায় পদদলিত প্রাণ,
কোনঠাসা সত্য মিথ্যার তান্ডবে
কোথায় সত্যের ঘ্রাণ?
সৎ সততার হাহাকার,
নিভেছে বাতি মিথ্যার কোলাহলে
কে জ্বালাবে আলো তার?
মিথ্যার শক্তি পর্বতসম
তবু এক ফোঁটা সত্যের লড়াই
মিথ্যা কপটতার যম।
আসুক যতো মিথ্যার ভয়
সত্যাকে নাও আকড়ে,মূল শেকড়ে
মিথ্যার রাজ্যে সত্যের জয়।