হাত দিয়ে নয়,মন দিয়ে ছুঁই
কাঁটার মালঞ্চে একটিমাত্র জুঁই
শ্রাবণের মেঘ হাসে ঝরে কদম ফুল
রক্তজবা রক্তাক্ত ছোট সাদা বকুল।
নীল জোছনায় শান্ত নদীর জল
নৌকার পালে তোমার অশান্ত আঁচল।
মাঝি বুঝি নোঙরে তোমার হৃদয়ে
এই হৃদয়ের ঠাঁই হবে তোমার আলয়ে?
মেঘের আড়ালে লুকিয়ে আছে চাঁদ
তোমায় দেখে হৃদ জোয়ারে ভেঙেছে বাঁধ।