আষাড়ে বাদল নামে
ফুটে কদম ফুল
মেঘের দল ছুটছে
ক্ষমা করো ভুল
বৃষ্টিতে পথ ঘাট
ডুবছে হাঁটু জলে
বড়শিতে মাছ ধরছে
পুকুর খালে বিলে
বৃষ্টিমাখা ফুটপাত
বাগান,ছাদ,বিল
পাতার কোণায় জলবিন্দু
আকাশ শুভ্র নীল
বাতাসে স্নিগ্ধ ঘ্রাণ
তাজা ঠান্ডা আবেশ
মস্তিষ্কে ভাবনার ঝড়
শব্দরা কবিতায় শেষ