কাগজের দাম বাড়ে ঘাম ছুটে
কে কাটছে কাগজ কুটে কুটে?
লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম
ব‌ই খাতা কিনতে ছুটছে ঘাম।
লেখকের বই প্রকাশে হিমশিম
দ্বিগুণ মূল্য কাগজের প্রতি রিম।
কাগজ নয় যেন সোনার পাতা
কোথায় পাবো কবিতার খাতা?