সকালের সূর্য
যাক না কেন অস্ত
রাতের শেষে
উঠবে আবার মস্ত

আসবে সুদিন
রাত পেরিয়ে ভোর
জ্ঞানের রাজ্যে
খুলবে সত্যের দোর।

আসুক বসন্ত
ফুটবে ফুলের মঞ্জুরি
একলা পথিক
পথ দেখাবেন পাঞ্জেরি।