পাহাড় কাঁদে ঝিরিপথে,নীল মেঘের ক্ষতে,
মেঘের সঙ্গে সন্ধি করে জলের সাথে ফন্দি।
ধূলো উড়ে,সন্ধ্যা বায়ুর ঝড়ে পাহাড়ের পথে
পাহাড় কাঁদে ঝিরিপথে,নীল মেঘের ক্ষতে,
পাহাড়ের ভোলে মেঘের কোলে আনন্দে মেতে।
ঝিরি পথের জলতরঙ্গ মেঘের কোলে বন্দি
পাহাড় কাঁদে ঝিরিপথে,নীল মেঘের ক্ষতে,
মেঘের সঙ্গে সন্ধি করে জলের সাথে ফন্দি।


[ট্রায়োলেট কবিতা]