শরৎ শেষের বাতাসে
স্বপ্নরা উড়ে আকাশে
ঘুড়ি উড়াই,
যাদু নাটাই।
কচি মনের সকাশে।

ঘুড়ির সুতোয় স্বপ্ন ঘোরে
গুচ্ছ মেঘের নীল দোরে
শালিক পাখি,
নিভায় আঁখি।
অচিনপুরের রঙ্গিন চরে।

নাটায় ছেড়ে যাচ্ছে উড়ে
ডিঙ্গি বাঁধা নদীর পাড়ে।
রঙ্গিন ঘুড়ি,
একেলা উড়ি।
সব রেখে যাচ্ছে ছেড়ে।


[লিমেরিক ছন্দ]