গাল পাতল ইতে,
হালি বেশি মাতে।
হঁত্তে কী হয় ন জানে,
গালর দাঁত লাল পানে।
মনে গরে ইতে বেক জানে।
দিন ফুরাই তেলবাজি গানে।
গাল পাতল ইতে,
হতা হইয়ুম আতে।
______________________
[চট্টগ্রামের আঞ্চলিক ভাষার কবিতা]
অনুবাদ:
[ওর মুখ পাতলা
মুখ পাতলা সে,
খালি(শুধুই) বেশি কথা বলে।
কখন কী বলে জানে না,
মুখের দাঁত লাল পানে।
মনে করে ও সবজান্তা।
দিন চলে যায় তেলবাজি গানে।
মুখ পাতলা সে,
কথা বলবো হাতে।]