[১]
কবর
তিনহাত গভীরে
যেতে হবে সকলের
হোক মনিব কিংবা চাকর,
সবর।

[২]
কুয়াশা
পৌষের ভোরে
মাঘের শীতল রাতে
পথে আসছে কোন পথিক?
ধোঁয়াশা।

[৩]
বৃষ্টি
অপরূপ সৃষ্টি
ঝাপসা দূর দৃষ্টি
একলা পথিক হাতে যষ্টি,
তুষ্টি।