কাগজে উঠে ঝড় কবির কলমে তরতর,
ব্যবধান মুছে গড়ে উঠুক কাব্যের কুঞ্জন।
চাতক রূপে খুঁজে বেড়াই কাব্য সরোবর।
কাগজে উঠে ঝড় কবির কলমে তরতর,
রহস্যে ঘেরা বিশাল এই কাব্যের বালুচর,
সুতায় বাঁধি ছন্দময় কবিতার গাঢ় ব্যঞ্জণ।
কাগজে উঠে ঝড় কবির কলমে তরতর,
ব্যবধান মুছে গড়ে উঠুক কাব্যের কুঞ্জন।


➬[কবিতাটি এক‌ই সাথে এক্রোস্টিক এবং ট্রায়োলেট,প্রতি চরণের প্রথম অক্ষর গুলো ক্রমান্বয়ে সাজিয়ে দেখুন]