ফুটে ফুল বসন্তে
পাখির কলরব,
বাতাসে স্নিগ্ধ হাসি
নবরূপে সব।

এসেছে ঋতুরাজ
উল্লাসে মঞ্জুরি
ফুলে ফুলে সাজ
বিদায় উত্তুরী।

ফাল্গুনে শাখায় দুলে
কচি কিশলয়
চৈত্রের দুপুরে চৌচির
ফসলের আলয়।

কৃষ্ণচূড়ার উৎসবে
কোকিলের হাঁক,
বসন্ত এসেছে ধরায়
জরা মুছে যাক।