কোকিল ডাকে গাছের ডালে
ডাকে শালিক পাখি
শিমুল পলাশ সুবাস ছড়ায়
বসন্ত এলো নাকি!

ফুলের বাগানে রঙ ধরেছে
ফাগুন এলো বলে,
সবুজে ভরা তরুণ কিশলয়
বসন্ত ফুল দোলে।

রঙিন ফুলের মালা নিয়ে
বসন্ত এলো মনে
কনকচাঁপার গুচ্ছ দেবো
সেই শুভ ক্ষণে।