কার্নিশের ওই চড়ুইটা
বললো আমায় এসে,
'বৃষ্টি আমায় দেয় ভিজিয়ে
যাচ্ছে বাড়ি ভেসে।'
বললাম আমি,'চিন্তা নেই,
নতুন বাড়ি বানাও,
কার্নিশে নয় বেলকনিতে,
জিনিসপাতি আনাও।'
আনলো চড়ুই খড়কুটো,
সরু চিকন কাঠি,
গড়বো বাসা শক্ত করে
ভীষণ পরিপাটি।
চড়ুই আমার বন্ধু হলো
বাসা পেলো তাই,
আমি আর চড়ুই মিলে
ভুট্টা ভাজা খাই।