রুবাই-১
জোছনা রাতে পাহাড়ে লুকোয় শশী
চকোর খুঁজে তারে সারা দিবা নিশি,
গিরিজলের শব্দ স্রোতে ভাসে পদ্ম
দুপুর রাতে শিকারে কাব্যের বরশী।
রুবাই-২
মর্মর পাতার ধ্বনি,ঝর্ণা সরোবরে পানি
তৃষাতুর কালকূট ছোটে ঠাঁয় স্থির কানি,
যে যার জীবনে ব্যস্ত,দায়িত্ব তাদের ন্যস্ত
জলের স্রোতে ভেসে যায় নম্র চিত্তখানি।
রুবাই-৩
ঢেউ আসুক তটে,খরারূপ মাঠে
সভ্যতার সংঘাত বসুমতী ঘাটে।
গাফ্ফার তিনি নকশা কষেন
হোক তা ছোট্ট কিংবা বৃহৎ কীটে।
রুবাই-৪
সত্য লুকিয়ে ফেলে সাদা কালো
ছায়া ঢেকে দেয় চাঁদের আলো।
দূত দিবে সেলাম,আলো পেলাম
মন্দকে গুড়িয়ে ডাক দেয় ভালো।
রুবাই-৫
মাঝরাতে ডাকে তাকে অচিন কায়া
হাতছানি দেয় মন্দপুরের দ্বন্দ্ব ছায়া।
প্রঙক্তি আসে আরশ হতে ভক্তির,
কেটে যাবে ভুল,নিভবে অসৎ মায়া।