একঝাঁক দল বেঁধে
হেঁকে যায়,ডেকে যায়
আকাশেতে বেঁকে যায়,
নদী পাড়ি দিতে চায়।

এপাড়েতে বুনো হাঁস
দলবেঁধে সাঁতারায়,
কখনোবা মাছ খায়,
ডুব দিয়ে পানি খায়।

ওপাড়েতে শেয়ালেরা
চুপিচুপি উঁকি দেয়,
ঝোপঁঝাড়ে হানা দেয়,
শিকারেতে টোপ দেয়।