প্লাস্টিক পলিথিন ট্যানারির বর্জ্যে,
দূষিত নদী নালা খাল বিল দৈজ্যে।
জাহাজের ধোঁয়া,কারখানার তরলে,
নদী সব হারালো নেমে গেল ভূতলে।
মাছেদের ছটফট,বেঁচে থাকা দায়,
নদীর ময়লা সব ওদের পেটে যায়।
মানুষের খেয়ালে নদ নদী হারাই,
নদ নদীর সৌন্দর্য বেঁচে থাকা চাই।
অপরূপ প্রকৃতির দিনে দিনে ক্ষয়,
জলবায়ুর পরিবর্তন মহাবিপদ,ভয়।
[দৈজ্যে-দরিয়া,নদী]