কোয়ান্টাম কম্পিউটার
এ কী আবার?
বলছি শোনো বসে পড়ো
দারুণ চমৎকার।
ভিন্ন ধারার ভিন্ন বিটে
ভিন্ন কাঠামো,
এলগরিদমে সমাধান হবে
প্রযুক্তির ব্যামো।
কোয়ান্টাম মেকানিক্সের
নতুন প্রযুক্তি
ভাঙ্গতে পারে এনক্রিপশন
দারুণ শক্তি।
দ্রুত গতিতে কাজ করে
কণার তরঙ্গে
সকল ডেটার হিসাব হবে
এলগরিদম ভেঙ্গে।
[বিজ্ঞান ছড়া]