আলোর বেগে ধবমান,
শূন্য তার ভরের পরিমাণ
স্থিতিশীল মৌলিক কণা
আপেক্ষিক সূচকে গণনা।
তড়িৎ চৌম্বকীয় বিকিরণ
তরঙ্গ ভেক্টরে দিক নির্ধারণ।
প্ল্যাঙ্ক কিংবা আইনস্টাইন
মৌলিক কণার তত্ত্ব আইন,
সমীকরণে তরঙ্গের আখ্যান
সত্যেন্দ্রনাথ বসুর উপাখ্যান।
নাম দিয়েছে লুইস নিউটন
দ্বৈত সত্ত্বার বোসন ফোটন।
[বিজ্ঞান কবিতা]