বৃষ্টি ভেজা রাত,দেখা হলো হঠাত,
হেঁয়ালি নাকি নির্ঘাত?ঘোর সংশয়।
মহাকালের রাত,কবেকার অপঘাত?
বৃষ্টি ভেজা রাত,দেখা হলো হঠাত,
কখনো মনের সংঘাত,সংশয়ে আঘাত
কাব্য ভাবনায় ব্যাঘাত,বৃষ্টিস্নাত বিস্ময়
বৃষ্টি ভেজা রাত,দেখা হলো হঠাত,
হেঁয়ালি নাকি নির্ঘাত?ঘোর সংশয়।
[প্রথমবার ট্রায়োলেট লিখার চেষ্টা]
২৬/১০/২০২২