বারুদের গন্ধে ভাঙ্গে ঘুম
নিত্য হাহাকার,
চোখের সুরুয়া জলে রুটি
ক্ষুধায় পানাহার।
লাশের পরে লাশের সারি
রক্তের নদী,
নিজ ভূমে পরাধীন তারা
শত্রুর গদি।
স্বজন হারা শিশুর কান্না
নেত্রনীরে চোখ
জন্মের পর অচেনা তার
মায়ের মুখ।
কিশোর হারায় মা বাবা
কেউ ভিটে মাটি
স্মৃতিমাখা নিজের গ্রামে
শত্রুর ঘাঁটি।
ফিলিস্তিনি শিশুরা ডুবে
রক্তের বন্যায়,
রুখতে হবে,গড়ো একতা
ভাঙবো অন্যায়।