নতুন বছর এলো আবার
এলো নতুন দিন
ছড়িয়ে পড়ুক পুষ্প সুবাস
ফুরোক যতো ঋণ।
পুরোনো স্মৃতি বাক্সবন্দী
পুরোনো সুখ দুখ,
নতুন রঙিন স্বপ্ন আঁকি
আশায় বাঁধি বুক।
নতুন করে করবো শুরু
নতুন শপথ ধরি,
ঝড় তুফানের বাঁধা কেটে
এগিয়ে যাবে তরী।
অতীত ছেড়ে নতুন বর্ষ
নিবো কতো শিক্ষা,
পাড়ি দিবো কতো পথ
নিত্য নতুন পরীক্ষা।