পাহাড়ে নেমে আসা সন্ধ্যায় —
গোধূলির লাল আভায়
পাহাড়ে আলিঙ্গনে নেমে আসা ঝর্ণায়
ঝিরিপথে জলতরঙ্গের বন্যায়

সবুজ কিশলয়,নীলকান্ত নিলয়—পাহাড়ে বলয়
শুভ্র আকাশ নির্মল বাতাস—পাহাড়ে আবাস
ধ্যানে রত ধূলো পড়ে যতো—পাহাড়ে ক্ষত।