ধূ ধূ প্রান্তর মাথায় প্রখর কিরণ
তীক্ষ্ণ দৃষ্টি
মেঘাচ্ছন্ন আকাশ গুমোট বাতাস
ঝুম বৃষ্টি
       ‌‌ তারা চলছে।
      
বিক্ষিপ্ত আগুন সামনে সরু পথ
কাঁদায় রাস্তা
বৈরি ধুলো ঝড়ে পথ
স্রষ্টায় আস্থা
           তারা চলছে।
          
ঘন জঙ্গল,এলোমেলো ধাঁধা
অচেনা পথ
সদা সচেতন,নিত্য বিপদ
দৃঢ় শপথ
              তারা চলছে।

নতুন মামলা,গুপ্ত হামলা
একতাই বল
জীবন বাজি,অদৃশ্য বাণী
প্রস্তুত দল
             ‌তারা চলছে।

শত বাধা,ভঙ্গুর পথ
দুর্গম অঞ্চল
তবুও প্রস্তুত সাহসী দল
সদা চঞ্চল
             তবুও তারা চলছে।