সবুজে ঘেরা
ছায়া সুনিবিড়
গ্রামীণ দেশে
শান্তির নীড়।

পাখিরা গায়
চলে নদী ঝিল,
রঙিন বসন্তে
সুরেলা কোকিল।


মিটিমিটি তারা
ঝিকিমিকি ঝিল্লি
খোদার উপহার
আমাদের পল্লী।