ফড়িং নাচে তিড়িংবিড়িং
মৌমাছি দল উড়ে
সবুজ টিয়ে নেচে বেড়ায়
লেজটা নেড়ে নেড়ে।
রাতে উড়ে পেঁচার দল
বনে হাঁকে শেয়াল
কুকুরের দল ছুটছে তবে
ডিঙিয়ে মস্ত দেয়াল।
গভীর জলে শীতল মাছ
অল্প জলের পুঁটি
শিয়াল বাঘে দাবা খেলে
কঠিন চালে ঘুঁটি।
আকাশ ফুঁড়ে বৃষ্টি নামে
জলে ভিজে চাতক
ঝিলের ধারে শিকার ধরে
ধ্যানমগ্ন সাদা বক।