চলো মুসাফির ঘুরি পৃথিবীর,পথে বালুচরে,
পাখির কুঞ্জনে সভ্যতার ব্যাঞ্জনে কতো রূপ।
পাহাড় নদী বনে মায়া মমতা মনে,বৃষ্টি ঝরে।
চলো মুসাফির ঘুরি পৃথিবীর,পথে বালুচরে,
কতো জাতি দেশ বর্ণের বেশ,এক‌ই সরোবরে
সাগরে ভেজা গিরি ঝর্ণায় ঝিরি,জলের কূপ।
চলো মুসাফির ঘুরি পৃথিবীর,পথে বালুচরে,
পাখির কুঞ্জনে সভ্যতার ব্যাঞ্জনে কতো রূপ।


[ট্রায়োলেট কবিতা]