হেমন্ত আসে নবান্নে,
খেত খামারের ধানে,
ঢেঁকির চপল গানে,
সাঁঝে জোনাকি নয়নে।

হেমন্ত আসে শিশিরে,
শিউলি ঝরা ভোরে,
নতুন ধানের খামারে,
শীত ডাকে দোরে।