ভালো লাগে দুপুর
খা খা রোদ্দুর
জল ভরা পুকুর
মিষ্টি মুখ খুকুর
ভালো লাগে।

ভালো লাগে ধান
মিষ্টি পান
পুরোনো গান
পাখির কলতান
ভালো লাগে।

ভালো লাগে আকাশ
নির্মল বাতাস
শ্রাবণ মাস
সবুজ ঘাস
ভালো লাগে।

ভালো লাগে জাম
মিষ্টি আম
চীনা বাদাম
আমার গ্রাম
ভালো লাগে।

ভালো লাগে ব‌ই
ধবধবে খ‌ই
ইলিশ রুই
শুকনো বর‌ই
ভালো লাগে।

ভালো লাগে পাহাড়
ফুলের বাহার
নদীর পাড়
ঝাল আচার
ভালো লাগে।

ভালো লাগে ফুল
মিষ্টি বকুল
টক তেঁতুল
সুপারি,বেতুল
ভালো লাগে।


[১৩-০৮-২০২০]