এখন আর যায় না দেখা
জোনাকির দল,
গাছে পাকা টসটসে ঐ
মিষ্টি বৈচি ফল।

যায় না দেখা ফেরিওয়ালা
কাঁধে ভরা ঝুলি,
কুলফিওয়ালার হাঁকডাক
মধুর সব বুলি।

হারিয়ে গেছে পূর্ণিমা রাতে
উঠানের জলসা,
হারিয়ে গেছে মাটির কলস
ঢেঁকি,কুপি,কাঁসা।

হারিয়ে গেছে নীলাকাশের
এক মুঠো শৈশব,
নির্মল রাতে তারার মেলা
হারিয়ে গেছে সব।