গ্রীষ্মের দুপুরে
টলটলে পুকুরে
ছাতি ফাটা গরমে
হাঁসফাঁস ব্যারামে
দলবেঁধে সাঁতারে
কেটে যাবে পাথারে।

পিপাসায়
হতাশায়
ঠান্ডা জল চাই
গরমে দম নাই
রসালো ফল খাই
গ্রীষ্ম এলো তাই।