নদীর তীরে ঐ আকাশে
ভীষণ কালো মেঘ,
গুড়ুম গুড়ুম মেঘের সাথে
বাড়ে বৃষ্টির বেগ।

একটুখানি বৃষ্টি হলেই
স্রোতে বাড়ে দম,
স্রোতের সাথে পাল্লা দিয়ে
ঝম ঝমা ঝমঝম।


এমন স্রোত নাই কোথাও,
কোনো নদী-নদে,
স্রোতের তালে ফুঁসে উঠে
ভাঙন পরে বাঁধে।