আষাঢ় এলো ঝিলের জলে
শাপলা ফুলের কোলে,
ভর দুপুরে উঠান জুড়ে
হাঁটু ডুবানো জলে।

সন্ধ্যা হলে মেঘের ডাকে
টুপুর টাপুর ঝরে,
বৃষ্টি পরে সকাল-রাতে
টিনের চালের পরে।

ঝুম আষাঢ়ে নদীর জলে
মাছে ভরা নৌকায়,
জেলে সব মাছ ভাজে
ধোঁয়া উঠা চৌকায়।