সন্ধে হলেই ওই ঝোপেতে
চেঁচায় শেয়ালদল,
অপর ঝোপে দলবল নিয়ে
হাঁকে আরেকদল।

আঁধার নিয়ে সূর্য নামে
কর্ণফুলীর জলে,
শেয়াল ডাকে আঁধার হলে
কাঁটা ঝোপের তলে।

শেয়াল ডাকে কু কু করে
ডাকে শত রবে,
সেই সুরে ডাকে সবাই
খেলার মাঠের সবে।