মুছে যাবে পরিচয়,গুছে যাবে জীবনের অন্বয়,
ঘোর সাঁঝে কিংবা ভোর সকালে কাটবে তন্ময়।
জীবনের কলতান ফুরিয়ে যাবে শেষ বিকেলে,
স্তব্ধ হবে পাহাড় নদীর ডাক,প্রয়াণের ধকলে।
ঘনিয়ে আসা আঁধারে মন হারাবে না মুসাফির,
আড়ালে ডুবন্ত সূর্য আর বহমান চাঁদের ক্ষীর।
সব পাঠ মলাটবদ্ধ হবে জীবনের প্রকাশনীতে,
পাখিদের মিছিলের প্রবাহ সেজদাহীন সালাতে।